GBOP (Golden Broken Orange Pekoe) এবং GOF (Golden Orange Fannings) — দুই ধরনের জনপ্রিয় চাপাতা, যেগুলো চায়ের স্বাদ, ঘ্রাণ আর রঙের মান নিয়ে সিরিয়াস মানুষদের পছন্দের তালিকায় থাকে। GBOP পাতার সাইজ মাঝারি, সোনালি টিপস থাকে, আর স্বাদে গাঢ় হলেও স্মুথ একটা ব্যালান্স ধরে রাখে। দুধ চা, লিকার কিংবা ব্ল্যাক—যেভাবেই বানান, কম ভিজালেই রঙ ও ঘ্রাণ ভালোভাবে বেরিয়ে আসে। তাই যারা বেশি ঝামেলা ছাড়া পারফেক্ট কাপ চান, তাদের জন্য GBOP খুবই কার্যকর।
অন্যদিকে GOF হলো ছোট দানাদার গ্রানুল, খুব দ্রুত ইনফিউজ হয়, আর স্বাদে থাকে তেজি কিক। দুধ-চিনি দিয়ে রান্না করলে ক্যাফে/দোকানের মতো ঘন চায়ের ফিল আসে। যারা সকাল, বিকেল বা ব্যস্ত সময়ে দ্রুত চা বানাতে চান, GOF তাদের জন্য সেরা চয়েস। এটা শুধু সময় বাঁচায় না, স্বাদেও কোনো কমতি রাখে না।
যে কারণেই হোক—স্বাদ, ঘ্রাণ, রঙ বা বাজেট—GBOP আর GOF দুটোই অনেকের কাছে প্রিমিয়াম অথচ সাশ্রয়ী অভিজ্ঞতা দেয়।






Reviews
There are no reviews yet.